ছাতক থেকে সংবাদদাতা :
এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে নকল করা ও নকল করতে সহযোগিতা করার অভিযোগে দু’জন শিক্ষার্থী ও এক শিক্ষিকাসহ তিনজনকে বহিষ্কার করা হয়। গতকাল শনিবার গণিত পরীক্ষা চলাকালিন সময় নকল করার অপরাধে জালালিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এমরান খান হল পরিদর্শনকালে নকলসহ মুক্তিরগাঁও জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী সৈয়দ মিয়া ও শাহ সুফি মোজাম্মিল আলী দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী আব্দুল বাছিতকে এক বছরের জন্য বহিষ্কার করেন। এর আগে গত শুক্রবার নকল করতে সহায়তা করায় একই কেন্দ্রে পেপারমিল দাখিল মাদ্রাসার শিক্ষিকা আছিয়া বেগমকে হল থেকে বহিষ্কারসহ ৮হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।