মহান সোভিয়েট সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৮তম বার্ষিকী ও পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা অনুষ্ঠিত হয়। দলের সিলেট জেলা শাখার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায় এর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) দলের কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী। আরো বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এ্যাড. হুমায়ূন রশীদ সোয়েব। জনসভা পরিচালনা করেন পার্টি সিলেট জেলার সদস্য সুশান্ত সিন্হা ।
জনসভার পূর্বে বিভিন্ন দাবির ফেস্টুন ও লাল পতাকা সম্বলিত একটি বর্ণাঢ্য মিছিল নগরীর সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসভা স্থলে গিয়ে মিলিত হয়।
জনসভায় প্রধান বক্তা কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ১৯১৭ সালের ৭ নভেম্বর মহান লেনিনের নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে শ্রমিকশ্রেণী রাশিয়ায় সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছিল। সমাজতন্ত্র মানুষের সত্যিকার গণতন্ত্র, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, মানুষের মানবিক বিকাশের পথ খুলে দিয়ে মানব সভ্যতার সামনে এক অনন্য নিদর্শন সৃষ্টি করেছিল। কিন্তু আজ সারা বিশ্বব্যাপী সা¤্রাজ্যবাদী-পুঁজিবাদী শাসকরা জনগণের সমস্ত অধিকার হরণ করেছে। আমাদের দেশেও পুঁজিপতি শ্রেণি জনগণের সমস্ত অধিকার হরণ করে নির্মম শোষণ নির্যাতন চালাচ্ছে। ভোটারবিহীন একতরফা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে মহাজোট সরকার পুঁজিপতি শ্রেণীর স্বার্থে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চক্রান্ত করছে। বিজ্ঞপ্তি