নকল বই বিক্রি বন্ধ করতে হবে – আলমগীর সিকদার

59

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর সিকদার লোটন বলেছেন, ব্যবসা Bapush Vibagio Sova Picপরিচালনার জন্য ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। পুস্তক ব্যবসা একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কারণ এই ব্যবসার মাধ্যমে দেশের শিক্ষা ক্ষেত্রে ব্যবসায়ীরা বিশেষ ভাবে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। তবে পুস্তক ব্যবসার ক্ষেত্রে বেশকিছু নীতি-নৈতিকতা রয়েছে। যা ব্যবসায়ীদের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করে মেনে চলা উচিত। বর্তমান সময়ে বাজারে নকল বই একটি মারাত্মক সমস্যা। তাই নীতি-নৈতিকতা সম্পন্ন সৎ ব্যবসা পরিচালনার জন্য নকল বই বিক্রি বন্ধ করতে হবে। নকল বই বিক্রির বিরুদ্ধে প্রত্যেকটি জেলায় জেলায় প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তিনি আরো বলেন, মানুষের বিবেক জাগ্রত থাকলে ব্যবসা জীবনে দ্রুত সফলতা অর্জন সম্ভব এবং পাশাপাশি ক্রেতাদের স্বার্থে সঠিক মূল্য নির্ধারণের মাধ্যমে প্রকাশকরাও উন্নত সেবা প্রদান করতে পারেন। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
সিলেট নগরীর মেন্দিবাগস্থ একটি হোটেলের কন্ফারেন্স হলে গতকাল বিকালে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে এই বিভাগীয় সাংগঠনিক কমিটির সভার আয়োজন করা হয়। সিলেট বিভাগ থেকে নির্বাচিত বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক আলহাজ্ব মো. আনোয়ার রশীদ এর সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম মিলন এবং সাধারণ সম্পাদক খলিলুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান সরকার জামাল, শ্যামল পাল, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিচালক ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত দলনেতা নিরুপ সাহা নিরু, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিচালক  রতন চন্দ্র পাল, মো. সলিম উল্লাহ, মো. নেছার উদ্দিন হাওলাদার, কেন্দ্রীয় নীতিমালা ষ্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব কাজী শাহ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাপুস সুনামগঞ্জ জেলা শাখার সদস্য পংকজ কান্তি দে, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জুবায়ের আহমদ, নীতিমালা বাস্তবায়ন কমিটি সিলেট জেলা শাখার আহ্বায়ক আজিজুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ১৫ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি