কাজিরবাজার ডেস্ক :
অর্থমন্ত্রীর বক্তব্যের জেরে সৃষ্ট বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার জানানো হয়েছে, বর্তমানে প্রচলিত পাঁচ টাকার ধাতব মুদ্রা চালু থাকবে। পাঁচ টাকার মুদ্রা প্রচলনের দায়িত্ব সরকারের হাতে আনতে আইন সংশোধনের পর গত রবিবার সংসদে আবুল মাল আবদুল মুহিত বলেন, আমি জানতাম না পাঁচ টাকার কয়েন আছে। আজই প্রথম জানলাম।
অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনি সংশোধনী আনয়নের ফলে বর্তমানে প্রচলিত এক এবং দুই টাকা মূল্যমানের কাগুজে নোট এবং ধাতব মুদ্রার পাশপাশি পাঁচ টাকা মূল্যমানের নোট এবং ধাতব মুদ্রাও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লিগ্যাল টেন্ডার হিসাবে পরিণত হবে।
এতদিন শুধু এক ও দুই টাকা পর্যন্ত মুদ্রা সরকার বের করে আসছিল। পাঁচ টাকা থেকে শুরু করে উপরের সব নোট বের করে বাংলাদেশ ব্যাংক।