শর্তসাপেক্ষে চালু হচ্ছে ওমরাহ ভিসা

26

কাজিরবাজার ডেস্ক :
দীর্ঘদিন বন্ধ থাকার পর কিছু শর্তের ভিত্তিতে পুনরায় চালু হচ্ছে ওমরাহ ভিসা। সৌদি শ্রম উপমন্ত্রী ড. omra_91210আহমেদ বিন ফাহাইদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে। সৌদি আরবের ওমরাহ এসোসিয়েশনের অন্যতম সদস্য এবং দেশটির ‘কাছওয়া হজ ও ওমরাহ’ সার্ভিসের পরিচালক রিয়াজ মাহমুদও রয়েছেন এই প্রতিনিধি দলে। আগামীকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ওমরাহ ভিসা উন্মুক্তের ঘোষণা আসতে পারে বলে সূত্র জানিয়েছে।
জানা যায়, সৌদি আরবের ওমরাহ এসোসিয়েশনের সদস্য রিয়াজ মাহমুদ ইতোমধ্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন। ওমরাহর নামে যাতে অতীতের মতো কোনোভাবেই ট্রাভেল এজেন্সিগুলো মানবপাচার করতে না পারে সে জন্য তাদের কাছে দাবি জানিয়েছেন রিয়াজ মাহমুদ।
প্রসঙ্গত, ওমরাহ করতে গিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি সৌদি আরব থেকে ফেরত না আসায় চলতি বছরের মার্চ মাস থেকে বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা পুরোপুরি বন্ধ করে দেয় সৌদি সরকার।