শান্তি ও সহিষ্ণুতা চর্চায় ইংরেজি ভাষা ও সাহিত্যের গুরুত্ব অপরিসীম

4

এসআইইউ ইংরেজি বিভাগের বক্তৃতা অনুষ্ঠান

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ইংরেজি ভাষা ও সাহিত্যের মাধ্যমে সমাজে শান্তি ও সহিষ্ণুতা প্রতিষ্ঠা বিষয়ক বিশেষ বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ লেকচার অনুষ্ঠিত হয়।
‘বিয়ন্ড দ্যা ক্লাসরুম: এক্সপার্ট ইনসাইটস’’ শিরোনামে ইংরেজি বিভাগের নিয়মিত এ আয়োজনের দ্বিতীয় আসর ছিল এটি। ‘ল্যাঙ্গুয়েজ এজ এ টুল ফর পিস: ইনহান্সিং রিজায়লেন্স থ্রো ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার’ শীর্ষক এ বক্তৃতা অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং গ্র্যাজুয়েট প্রোগ্রাম কো-অর্ডিনেটর স্বাতী রানী দেবনাথ। তিনি তাঁর বক্তব্যে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধির কৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। একইসাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন শাখা যেমন, গল্প, উপন্যাস, কবিতা কিভাবে সহনশীলতা, মানবিকতা ও উদারচিন্তার খোরাক যোগায় তার ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তৃতা শেষে অনুষ্ঠানের সমপনী পর্বে প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে বৈচিত্র্যময় জ্ঞানচর্চার জায়গা। সাম্প্রতিক সময়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ইংরেজি ভাষা ও সাহিত্যের গুরুত্ব অপরিসীম। তিনি শিক্ষার্থীদের, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার আহবান জানান।
বক্তৃতা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক এস.কে. শাহরিয়ার। অনুষ্ঠানে ইংরেজি বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।