জামায়াত নেতা লোকমানসহ ৩ জনকে কারাগারে প্রেরণ

23

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ Lukmanসুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদসহ ৩ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাদেরকে হরতালে গাড়ী ভাংচুর ও পুলিশকে ইট পাটকেল নিক্ষেপের মামলায় আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতারকৃত লোকমান আহমদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধৃত লোকমান দক্ষিণ সুরমা থানার বরইকান্দিও কামুশনা গ্রামের মৃত সুয়াইব আলীর পুত্র। অপর গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা থানার বরইকান্দিও কামুশনা গ্রামের মাসুক মিয়ার পুত্র আমান উদ্দিন (১৯) এবং পাবনা জেলার সুজানগর থানার উলাট গ্রামের মোঃ কামরুজ্জামানের পুত্র সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিউডের আজমান ছাত্রাবাসের বাসিন্দা মোঃ নাহিদ উল্লা (২০)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে যৌথ বাহিনীর একটি বিশেষ দল জামায়াত নেতা লোকমানের বাড়িতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার ৩ (৬-১-১৫) নং মামলায় তাকে গ্রেফতার করে। পরে একই দল ওই এলাকায় পৃথক অভিযান চালিয়ে আমান উদ্দিন ও নাহিদ উল্লাকে গ্রেফতার করা হয়। গত ৬ জানুয়ারী ২০ দলীয় নেত্রীর ডাকে সারাদেশ ব্যাপী হরতালে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদের নেতৃত্বে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা সশ্রস্ত্র অবস্থায় সকাল পৌনে ১১ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে তেলিবাজার নামস্থানে যানবাহন আটকিয়ে গাড়ী ভাংচুর করে। এ সময় পুলিশ তাদেরকে বাঁধা দিলে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ টিআর গ্যাসসেল ও শর্টগানের গুলিবর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।