মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পংকী’র বাসা ও অফিসে যৌথ বাহিনীর তল্লাশি

39

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী’র ভাতালীয়া/মধুশহীদস্থ বাসা ও অফিসে রবিবার রাত ১টা দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তার বাসা ও অফিস ব্যাপক তল্লাশি করে। হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর বাসায় যৌথবাহিনীর তল্লাশি তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্রদল ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার আহাবায়ক ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, সদস্য সচিব শেখ কবির আহমদ, ভাতালীয়া পঞ্চায়েত কমিটি ও সহযোগি কমিটি পক্ষ হাজী মাহমদ মিয়া, আব্দুল কাহির, কাফতান মিয়া, হাজী আলমগীর, আনোয়ার বাদশা, আশরাফ উদ্দিন, মাহমুদুল হক, খছরুজ্জামান খছরু, আনহার উদ্দিন, নিজাম উদ্দিন, ফারুক আহমদ। এক বিবৃতিতে  নেতৃবৃন্দ বলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ বিএনপি নেতা হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর বাসা ও অফিসে যৌথবাহিনীর তল্লাশি বর্তমান অবৈধ আওয়ামী সরকারের নগ্ন হামলার বহিঃপ্রকাশ। দলের সর্বস্তরের নেতা কর্মীদের বাসা যৌথবাহিনীর তল্লাশির কারণ হচ্ছে বিএনপিকে সাংগঠনিক ভাবে আর দুর্বল করা যা কোন ভাবে সফল হবে না বর্তমান অবৈধ আওয়ামী সরকার। ৫ জানুয়ারী কে সামনে রেখে এ ধরনের তল্লাশি চালিয়ে যাচ্ছে বলেন দাবী করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি