গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রামে নামতে হবে ——– মহানগর বিএনপি

38

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিলেট মহানগর DSC_0337- copyবিএনপির আলোচনা সভা গতকাল রবিবার বিকাল ৩টায় মুসলিম সাহিত্য সংসদ (সোলেমান হলে) অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, দেশে এই মুহূর্তে বাংলার গণতন্ত্রকামী, শান্তিপ্রিয় মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মত নেত্রীকে ক্ষমতায় দেখতে চায়। তাই দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেন, দেশে একটি ক্রান্তিকাল চলছে। সকল পর্যায়ে প্রশাসন থেকে শুরু করে একনায়কতান্ত্রিক একটি অচল অবস্থা দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রামে নামতে হবে।
সভায় অন্যান্যের বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সাধারণ সম্পাদক নাসিম হোসাইন, মহানগর বিএনপির সদস্য অধ্যাপক মকসুদ আলী, মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির সদস্য মিফতা সিদ্দিকী, মহানগর বিএনপির সদস্য ফরহাদ চৌধুরী শামীম, এমদাদ হোসেন চৌধুরী, বদরুন নুর শায়েক, আব্দুর সত্তার, আজমল বক্ত সাদেক,ডা. নাজমুল ইসলাম, মাহবুব চৌধুরী, মুফতি নেহাল, রেজাউল করিম আলো, মুকুল মুর্শেদ, আব্দুল জব্বার তুতু।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আশফাক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও জগন্নাথপুর থানা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) মোঃ আলি আহমদ, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদিকা, মহানগর সভানেত্রী ও সিলেট মহানগরের সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, শ্রমিকদল সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ মিয়া, জিয়া পরিষদ মহানগরের সভাপতি ডা. আরিফ আহমদ রিফাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, হকার্স দলের সিলেট মহানগরের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, বাস্তুহারা দলের সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজির হোসেন, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির আহমদ মজুমদার, ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন মেহেদী, ৭নং ওয়ার্ডের সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, ৮নং ওয়ার্ডের সভাপতি ছবুর আহমদ, ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ১১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ তায়েফ, ১৩নং ওয়ার্ডের সভাপতি ডা. নাজমুল ইসলাম, ১৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ১৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ ইলিয়াছ, ১৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন, ১৯নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, ২৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নোমান আহমদ, ২৫নং ওয়ার্ডের সভাপতি মোতাহির আলী মাখন প্রমুখ।
সভায় বক্তারা সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম জালালী পংকী সহ সকল নেতাকর্মীদের বাসা-বাড়িতে পুলিশী হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি কারাগারে বন্দী সকল ছাত্রদল, যুবদল, বিএনপি সহ অঙ্গগঠনের কারাবন্দী নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানান।
সভার শুরুতে পবিত্র কোআন তেলাওয়াত করেন ১৮নং ওয়ার্ডের সভাপতি হাজী মোঃ সুয়েব আহমদ। বিজ্ঞপ্তি