দক্ষিণ সুনামগঞ্জে আগাম জাতের উফসী ধান কর্তন কর্মসূচীর উদ্বোধন

24

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জে কৃষি সমৃদ্ধি এ শ্লোগানকে সামনে রেখে ইকনমিক এমপাওয়ারমেন্ট অফ দি পুওরেষ্ট (ইইপি) কর্মসূচির একটি প্রকল্পের আওতায় সুনামগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের ইইপি/সিঁড়ি-উন্নতি প্রকল্পের আয়োজনে আগাম বন্যা ঝুঁকি মুক্ত আগাম জাতের উফসী ধান কর্তন উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টায় উপজেলার ডুংরিয়া শিবপুর গ্রামে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাহিদুল হকের সভাপতিত্বে, হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশনের ইইপি/সিড়ি-উন্নতি প্রকল্পের শান্তিগঞ্জ টীমের এফ এফ আব্দুল তাহিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ লুৎফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবাদত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এম এম ইলিয়াস, আইডিয়া সিলেট অফিসের নির্বাহী পরিচালক নাজমুল হক,  জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দৈনিক আজকের সুনামগঞ্জের স¤পাদক ও আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, ইইপি প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ সালাউদ্দিন, হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশনের ইইপি/সিড়ি-উন্নতি প্রকল্পের শান্তিগঞ্জ টীমের ম্যানেজার কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন ।
সভায় আরও বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রাজা মিয়া,  উপকারভোগী মহিলা রুহেনা বেগম সহ প্রমুখ।
পরে অতিথিবৃন্দরা উপজেলার ডুংরিয়া গ্রামের পাশে সাংহাইর হাওরের আগাম বন্যা ঝুঁকি মুক্ত আগাম জাতের উফসী ধান কর্তন কর্মসূচীর আনুষ্ঠানিক ভাবে ধান কেটে উদ্বোধন করেন।