সুনামগঞ্জের ছাতক উপজেলার জনতা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, শিক্ষাবিদ আখলাকুর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মঈনপুরস্থ কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, আখলাকুর রহমান সারাজীবন সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন আলোর দিশারী। প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন তিনি। আলোকিত করেছেন সমাজকে। তিনি বলেন, আখলাকুর রহমানের মতো মানুষ বর্তমান সমাজে খুব কমই পাওয়া যায়। তিনি চাইলে আয়োশি জীবনযাপন করতে পারতেন। কিন্তু সেদিকে দৃষ্টি না দিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছেন সমাজে কল্যাণে। তার ছড়ানো আলোয় শুধু দক্ষিণ ছাতকই নয় আলোকিত হয়েছে সিলেট অঞ্চল তথা আমাদের পুরো সমাজ। এ ক্ষণজন্মা ব্যক্তিকে হারানো ফলে সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে ও কলেজের ইংরেজি প্রভাষক রুহুল করিম শিবলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, ছাতক সরকারি কলেজের অধ্যক্ষ মো. মঈনুদ্দীন আহমদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক ও জাউয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল গাফ্ফার। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র কুমার দেব, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজ গভর্ণিং বডির সদস্য শায়েস্তা মিয়া, সিলেট ক্লাবের সহ-সভাপতি, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য ও কলেজ গভর্ণিং বডির সদস্য মুহিতুল বারী রহমান, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন আশতোষ দাস, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনার উপপরিচালক মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, প্রবাসী কমিউনিটি নেতা জামাল উদ্দিন মকদ্দুছ, কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিলুর রহমান, দ্বাদশ শ্রেণির ছাত্র আতহার আফজল হাবিব ও একাদশ শ্রেণির ছাত্রী সুরমা বেগম। বিজ্ঞপ্তি