ওসমানীনগরে কিশোরী নিখোঁজ

53

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর থেকে শিরি বেগম (১৫) নামের এক কিশোরী নিখোঁজের খবর পাওয়া গেছে। সে উপজেলার তাজপুর ইউনিয়নের নটপুর (আতরাগাঁও) গ্রামের নজির মিয়ার কন্যা।
থানায় দেয়া সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, শিরি বেগম গত রোববার দুপুরে একই ইউনিয়নের বরায়া (কাজিরগাঁও) গ্রামে আসলে বিকালে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকেন। পরবর্তীতে নিকট আত্বীয় লোকজনসহ পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও শিরির সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় এ ব্যাপারে শিরির মা রাশেদা বেগম ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং ১৪৩০। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো লাল-সবুজ ফুটফুটে কামিজ-ওড়না ও কালো রঙের সেলোয়ার। শিরি সন্ধ্যান পেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের সর্বস্তরের লোকজনের কাছে আহব্বান জানিয়েছেন তার মা রাশেদা বেগম।