ড. ইউনূসকে আত্মসমর্পণের নির্দেশ

8

কাজিরবাজার ডেস্ক :
তিন মামলায় অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ দিতে আগামী ৭ নবেম্বর পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। এ সময় দেশের বাইরে থাকা ইউনূস বিমানবন্দরে নামার পর তাকে গ্রেফতার বা হয়রানি না করতেও নির্দেশ দেয়া হয়েছে। এদিকে শুল্কমুক্ত কোটায় আমদানি করা গাড়ি বিক্রির অভিযোগে দুদকের করা মামলায় পাঁচ বছরের কারাদন্ডপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশীদকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে ৫০ লাখ টাকা অর্থদন্ডের সাজা স্থগিত করেছে আদালত। অন্যদিকে মানব পাচারের একটি মামলায় কক্সবাজারের রামু উপজেলার সাড়ে ১১ বছরের শিশু আলাউদ্দিনকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং কিশোরী ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করায় দেশজুড়ে আলোচিত বহিষ্কৃত স্থানীয় শ্রমিক লীগ নেতা তুফান সরকারের আবেদন উত্থাপিত হয়নি মর্মে জামিন নামঞ্জুর করেছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে।
ড. মুহাম্মদ ইউনূসকে ৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে সুবিধাজনক সময়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে আদালত। এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ড. ইউনূসের ভাইয়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। উল্লেখ্য, ট্রেড ইউনিয়নের কাজে বাধা দেয়ার অভিযোগের মামলায় ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম। এ আদেশের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে সময় চেয়ে ড. ইউনূসের পক্ষে আবেদন করা হয়। আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
এমপি হারুনের ৬ মাসের জামিন : শুল্কমুক্ত কোটায় আমদানি করা গাড়ি বিক্রির অভিযোগে দুদকের করা মামলায় পাঁচ বছরের কারাদন্ডপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের বিএনপিদলীয় সংসদ সদস্য হারুন অর রশীদকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে ৫০ লাখ টাকা অর্থদন্ডের সাজা স্থগিত করেছে আদালত। সেই সঙ্গে পাঁচ বছরের কারাদ-ের বিরুদ্ধে করা আপীল শুনানির জন্য গ্রহণ করেছে আদালত।
শিশু আলাউদ্দিনের আগাম জামিন : মানব পাচারের একটি মামলায় কক্সবাজারের রামু উপজেলার সাড়ে ১১ বছরের শিশু আলাউদ্দিনকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, সে (আলাউদ্দিন) এখনও মানব হতে পারেনি। মানব পাচার করবে কিভাবে? মামলার এজাহারে আলাউদ্দিনের বয়স দেখানো হয়েছে ২২ বছর। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
তুফান সরকারের হাইকোর্টে জামিন হয়নি : বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং কিশোরী ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করায় দেশজুড়ে আলোচিত বহিষ্কৃত স্থানীয় শ্রমিক লীগ নেতা তুফান সরকারের আবেদন উত্থাপিত হয়নি মর্মে জামিন নামঞ্জুর করেছে হাইকোর্ট। আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এ আদেশ দেয়া হয়েছে।