সিলেটপ্রেস ডট কম’র উদ্বোধন

58

Sylhet D C Photo 24.04.15মিডিয়া জগতকে ত্বরান্বিত করতে এবং সিলেটের মিডিয়াঙ্গনকে আরো এক ধাপ এগিয়ে নিতে সংবাদ মাধ্যমে যোগ হলো অনলাইন দৈনিক। বর্তমান বিশ্বে অনলাইন মাধ্যম একটি অনন্য গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন সংবাদপত্র গুলো সুষ্ট ও সুন্দরভাবে সংবাদ পরিবেশন করছে।
গতকাল ২৪ এপ্রিল শুক্রবার অনলাইন দৈনিক সিলেট প্রেস ডট কম এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত কেক কাটা ও র‌্যালী পূর্ব অনুষ্ঠানে তিনি আরো বলেন সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী বলেই সংবাদপত্রের স্বাধীন অক্ষুন্ন রয়েছে। বিস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অনলাইন দৈনিক সিলেট প্রেস সংবাদ এবং সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখবে।
সিলেট প্রেস এর সম্পাদক আলতাফুর রহমান আনসার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ ইউ শহীদুল ইসলাম এডভোকেট, দৈনিক সিলেটের ডাক এর সহকারী সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা সভাপতি রোটারিয়ান ড. আর কে ধর, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী।
সিলেট প্রেস এর নির্বাহী সম্পাদক জাহেদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল মুহিত দিদার। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, সিলেট সেন্ট্রাল কলেজের পরিচালক মিয়া মোহাম্মদ সোহেল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হিসাব রক্ষক মো. সাইফুল ইসলাম,  দৈনিক সিলেটের ডাক এর স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহা জোটের সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলী আহমদ, সাধারণ সম্পাদক এম. এহছানুল করিম মিশু, সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন, লন্ডন ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি জাবেদুর রহমান, ব্যবসায়ী রিহাদুল হাসান রুহেল, আশিষ দাস, সুরভী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শিরিনা আক্তার চৌধুরী শিরিণ, সম্পাদিকা সাহিদা বেগম,  এডভোকেট মনি কাঞ্চন দাস, ছাত্রনেতা মাহবুব আহমদ চৌধুরী, দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক এ.এইচ আরিফ, ফটো জানালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আব্দুল মজিদ, মো. হাফিজুর রহমান, ফটো সাংাদিক একরাম হোসেন, মামুন হোসেইন, সাপ্তাহিক গোয়াইনঘাটের সংবাদ এর সম্পাদক মো. আব্দুর রহিম প্রমুখ। বিজ্ঞপ্তি