স্টাফ রিপোর্টার :
দৈনিক কাজিরবাজার পত্রিকায় অবৈধ ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে সংবাদ প্রকাশের দু দিনের মাথায় টনক নড়েছে প্রশাসনের। অবশেষে নগরীতে অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা ধরতে অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ ও সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যৌথ অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে শতাধিক অবৈধ ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান গাড়ি ও হাতাগাড়ি আটক করা হয়।
সিসিক ও ট্রাফিক পুলিশ সূত্র জানায়, নগরীর আম্বরখানা ও সুরমা মার্কেট পয়েন্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অবৈধ যানবাহন আটক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (ট্রাফিক) নিকোলিন চাকমা, সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার চন্দন দাশসহ পুলিশ ও সিটি কর্পোরেশনের সংশ্লি¬ষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, অন্য একটি সূত্রে জানা গেছে, আটক হওয়া অবৈধ ব্যাটারি চালিত রিক্সাসহ যানবাহন পুলিশেল কাছ থেকে ছেড়ে নিতে একটি চক্র তদবির বাণিজ্য শুরু করে উঠে পড়ে লেগেছে। এতে প্রতিটি রিক্সা ছাড়িয়ে আনতে পুলিশকে ৫শ’ টাকা করে দেয়ারও দেনদরবার চলছে। তবে আটককৃত রিক্সার মধ্যে কিছু বৈধ রিক্সা রয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ইতোমধ্যে সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে অবৈধ রিক্সা, ভ্যানগাড়ি ও হাতাগাড়ির নবায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে নগরীতে মাইকিংও করা হয়। কিন্তু এরপরও যারা নবায়ন করেননি, তাদের ধরতেই এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।