লিডিং ভার্সিটির কর্মচারী, রাগীব নগর নিবাসী রেদওয়ান আহমদ গত ৯ জুন রবিবার ভোর সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বন্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বিকাল সাড়ে ৫টায় তালিবপুর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে মসজিদ সংলগ্œ গোরস্থানে দাফন সম্পন্ন হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের নিকট আত্মীয় হাফিজ এনামুল হক টিটু।
নামাজে জানাযায় উপস্থিত ছিলেন লিডিং ভার্সিটির ভিসি প্রফেসর মোঃ কামরুজ্জামান চৌধুরী, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সচিব মেজর অবঃ শায়েখুল হক চৌধুরী, অডিট এন্ড ফাইন্যান্স বিভাগের প্রধান মোঃ কবির আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সমাজসেবী আব্দুল হান্নান ও সজ্জাদ আলী, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, অলংকার ইউপির সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, দৈনিক সিলেটের ডাকের স্টাফ হাজী খলিলুর রহমান।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের ভাই লোকমান আহমদ।
এর আগে রেদওয়ান আহমদ এর মৃত্যু খবর পেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদী লুনা মরহুমের বাড়ীতে যান এবং পরিবারের সদস্যদের শান্তনা দেন। বিজ্ঞপ্তি