স্টাফ রিপোর্টার :
সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার পর পুলিশ দু’জনকে আটক করেছে।
জানা যায়, গতকাল শনিবার বিকাল ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলি তেলিবাজারে ট্রাক-সিএনজি অটোরিক্সার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন গোয়াইনঘাট উপজেলার অটোরিক্সা চালক কাওছার আহমদ। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জানান, সিলেটগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সিএনজি অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সা চালক কাওছার নিহত হন। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
এদিকে, সিলেটের বিয়ানীবাজারে জাল নিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আজমল হোসেন (৩২)। তিনি উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ মধুরচক গ্রামের সাহিব আলীর পুত্র। স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ৬ টায় বাড়ির পাশের বিলে জাল নিয়ে মাছ ধরতে বের হন আজমল। এ সময় আকাশ কালো মেঘে ঢাকা এবং প্রচন্ড শব্দে বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ করে আজমলের গলার পেছন দিকে বজ্রপাত পড়লে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে আজমলের শরীরের পেছনের দিক পুড়ে গেছে।