সিলেট পেশাজীবী পরিষদের আলোচনা সভা ॥ স্বাধীনতার ৪৩ বছর পরেও গণতন্ত্র ও স্বাধীনতা হুমকির সম্মুখীন

53

Sylhet pasajibe poresod pic-25.03.15.docসিলেট পেশাজীবী পরিষদ‘র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল ২৫ মার্চ বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর সাপ্লাই রোডস্থ মেট্রেপলিটন ল‘ কলেজের হল রুমে ‘স্বাধীনতা ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেট পেশাজীবী পরিষদ‘র আহবায়ক লেঃ কর্ণেল (অবঃ) প্রিন্সিপাল আতাউর রহমান পীর বলেন, আজ স্বাধীনতার ৪৩ বছর পরেও এদেশের গণতন্ত্র ও স্বাধীনতা হুমকির সম্মুখীন। বর্তমার রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কাগজে কলমে ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যে স্বাধীনতা ও গণতন্ত্র থাকলেও প্রকৃত পক্ষে এদেশের গণতন্ত্র ও স্বাধীনতাকামী মানুষ প্রকৃত গণতন্ত্র ও স্বাধীনতা সুফল ভোগ করতে পারছেন না। আমরা মনে করি একটি অর্থবহ সংলাপ বা আলোচনা রাজনৈতিক সহনশীলতাই আমাদের বিপন্ন  গণতন্ত্র ও স্বাধীনতা কে এদেশের জনগণের কাছে ফিরিয়ে দিতে পারে। দেশের সুশীল বা নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমাদের উদাত্ত আহবান স্বাধীনতা ও গণতন্ত্রকে শুধুমাত্র বক্তব্য, বিবৃতি, সভা ও সেমিনার‘র মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশের আপামর জনগণ যাতে এর সুফল ভোগ করতে পারে সে লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য। পেশাজীবী নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ সিলেট নগরীর ক্রমবর্ধমান উন্নয়ন স্থবির হয়ে আছে, সেই ধারা কে অব্যাহত রাখতে সিলেটের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করে জনতার নেতাকে জনতার মাঝে ফিরিয়ে দিতে পেশাজীবী নেতৃবৃন্দ জোর দাবী জানান।
সিলেট পেশাজীজী পরিষদ‘র সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলাম পরিচালনায় ‘স্বাধীনতা ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসার ড. মোজাম্মেল হক, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপু, এনটিভি‘র স্টাফ রির্পোটার ময়নুল হক বুলবুল, মেট্রোপলিটন কিন্ডার গার্টেন‘র ভাইস প্রিন্সিপাল শিল্পী দত্ত, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, ব্যবসায়ী সামছুল ইসলাম। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, পেশাজীবী নেতা শাহাদত করিম চৌধুরী, শিক্ষক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক আনিস রহমান, জাকির হোসেন দিপু, শিক্ষিকা শেফালী আক্তার, শ্রাবন্তী বাল্মিকী, রোকেয়া বেগম, সুমা দাস, আয়শা খাতুন, ফারজানা আক্তার, মধুমিতা চৌধুরী, আহমদ শাহীন, সৈয়দ নুরুল হোসেন, লামিম আহমদ, শারমিন কবির প্রমুখ। বিজ্ঞপ্তি