গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের বাঘায় সুরমা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ইব্রাহিম আহমদ (১৯) নামে এক তরুণের এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরবালখন (কলম নগর) গ্রামের আমির হোসেনের ছেলে। গোলাপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টায় বাঘা খালোপার এলাকা দিয়ে ভয়ে যাওয়া সুরমা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ওই তরুণকে আটকের পর গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে বিনাশ্রম এক মাসের কারাদন্ড ও অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয়রা জানান ঘটনার সময় অন্যান্য অভিযুক্তরা পালিয়ে যায়। দন্ডিত ইব্রাহিমসহ তার সহযোগীরা সুরমা নদীতে দীর্ঘদিন থেকে আইন অমান্য করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল। অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য নদীর তীরবর্তি লোকজন আন্দোলন করে আসছেন।