কানাইঘাট উপজেলা নব নির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ

61
কানাইঘাটে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিনকে বরণ করে নিচ্ছেন উপজেলা প্রশাসন।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার নব নির্বাচিত পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বৃন্দ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল রবিবার দুপুর ১২টায় দায়িত্ব গ্রহণের পর নির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও কমিটির সচিব নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সার্বিক পরিচালনায় উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির ও মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম সহ উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা ও প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিতিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা জমির উদ্দিন। দায়িত্ব গ্রহণের পর পরিষদের মাসিক সভায় চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী তার বক্তব্যের শুরুতে গত ১৮ মার্চের কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে দলমতের ঊর্ধ্বে উঠে তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করায় উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারে গ্রাম কে শহরে পরিণত করার ঘোষণা দিয়েছেন। আমরা যারা তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা রয়েছি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে প্রধানমন্ত্রীর সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারব। কানাইঘাট উপজেলাকে একটি আধুনিক ডিজিটাল সমৃদ্ধ জনপদে পরিণত করতে ইতিমধ্যে নানা উদ্যোগের কথা তোলে ধরে মুমিন চৌধুরী বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধ, প্রতিটি গ্রামে সুষম উন্নয়ন ও এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে তিনি ইতিমধ্যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলেছেন। তারা সবাই উন্নয়নের ব্যাপারে আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামী ৫ বছরের মধ্যে কানাইঘাটের মানুষের সকল প্রত্যাশিত আশা আকাংখা বান্তবায়ন করা হবে। এ জন্য তিনি উপজেলার সকল জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা, রাজনৈতিক মহল, সাংবাদিক সুধীজনদের সহযোগিতা কামনা করেছেন। কানাইঘাটের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড বান্তবায়নে দুর্নীতি মুক্ত এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে তিনি জানান। চেয়ারম্যান মুমিন চৌধুরী পবিত্র রমজান মাসে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করতে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। সভার শুরুতে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা উপজেলা পরিষদের সার্বিক কার্যক্রম নব-নির্বাচিত চেয়ারম্যান মুমিন চৌধুরী কে অবহিত করে আগামী ৩০ দিনের মধ্যে পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও পেনেলে চেয়ারম্যান-২ নির্বাচিত করার আহ্বান জানান। দায়িত্ব গ্রহণের প্রাক্কালে নব-নির্বাচিত পরিষদ কে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি বৃন্দ। মাসিক উন্নয়ন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, কানাইঘাট থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, ভেটেনারী সার্জন ডাঃ মাসুদ আহমদ, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়ন্ত, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, লক্ষী প্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, সাতবাক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নূর, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সকল দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নব-নিবাচিত চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে জেলা, উপজেলা আওয়ামীলীগের নেতাকমী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ছাড়াও সর্বন্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।