দিরাই প্রেসক্লাবের কমিটি গঠিত

48

দিরাই থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাবের কার্যালয়ে সামছুল ইসলাম সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সামছুল ইসলাম সর্দার কে সভাপতি ও একে কুদরত পাশাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি জুবের সরদার দিগন্ত, সহসাধারণ সম্পাদক সর্দার মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, সদস্য জাকারিয়া হোসেন জুসেফ, আরাফাত রহমান মিজান, নিপা চৌধুরী, মুক্তার হোসেন মুফতি। নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, দিরাই-শাল্লার সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি এ্যাডভোকেট সোহেল আহমদ, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ছবি চৌধুরী, দিরাই পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিত রায়, দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপিত আব্দুল কাইয়ূম, দিরাই উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, দিরাই উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী প্রমুখ।