রোনালদোবিহীন জুভেন্টাসের হোঁচট

8

স্পোর্টস ডেস্ক :
সিরি এ’র নবাগত দল বেনেভেন্তোর মাঠে তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখে মাঠে নেমেছিল জুভেন্টাস। লিওনার্দো বনুচ্চি, জর্জিও কিয়েলিও ছিলেন না দলে। তাদের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে তুরিনের বুড়িরা। আলভারো মোরাতার গোলে এগিয়ে গিয়েও লীগের নবম ম্যাচে পঞ্চমবারের মতো পয়েন্ট হারালো আন্দ্রে পিরলোর দল।
গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে বেনেভেন্তোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে লীগ শিরোপা ধরে রাখার অভিযানে আবারো হোঁচট খেয়েছে জুভেন্টাস। রোনালদোকে ছাড়া লীগে এই নিয়ে চতুর্থবারের মতো মাঠে নেমেছিল টানা ৮ বারের চ্যাম্পিয়নরা। আগের তিনবারের ভেতর জুভেন্টাস জিতেছিল একবার, বাকি দুইবার ম্যাচ হয়েছিল ড্র। এবারও রোনালদোকে ছাড়া কাঙ্খিত জয় পায়নি জুভেন্টাস।
কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে জুভেন্টাস-বেনেভেন্তোর ম্যাচ শুরু হয়। ম্যাচের ২১ মিনিটে ফেদেরিকো চিয়েসার বাড়ানো বল বক্সের ঠিক বাইরে থেকে আদায় করে বাঁ পায়ের গোল করে জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা।
প্রথমার্ধে লিড নিয়ে যখন জুভেন্টাস বিরতিতে যাওয়ার প্রহর গুনছিল, তখনই ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে গায়েতানো লেতিজিয়া ডান পায়ের ভলিতে লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের ধার কমে এসেছিল অনেকটাই। ৬০ মিনিটে দিবালার ক্রসে মোরাতার হেড পোস্টের বাইরে দিয়ে যায়। পরের মিনিটে তার আরেকটি শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ৮৬ মিনিটে ফেদেরিকো বের্নার্দেস্কির ক্রসে দিবালার শট কোনোমতে ফেরান গোলরক্ষক। তাই সাবেক দুই সতীর্থ পিপো ইনজাগি আর আন্দ্রেয়া পিরলোর শিষ্যদের লড়াই ড্র দিয়েই শেষ হয়।
শেষ বাঁশি বাজার পর রেফারিকে লক্ষ্য করে রাগান্বিত হয়ে মোরাতা কিছু একটা বলায় লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। ফলে তুরিন ডার্বিতে তার খেলা হবে না।
অন্য ম্যাচে সাসুওলোর মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে হেলাস ভেরোনা।
লীগে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ইন্টার মিলান ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের কারণে তৃতীয় স্থানে সাসুওলো। ১৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে এএস রোমা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে র কারণে পঞ্চম স্থানে জুভেন্টাস। ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে হেলাস ভেরোনা।