স্টাফ রিপোর্টার :
মহানগরীতে লকডাউনের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় চলছে করোনার টিকাদান কার্যক্রম। গতকাল রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতালে মোট ২১৭২ জন নিয়েছেন করোনার টিকা। তন্মমধ্যে ২০১০ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ (মডার্না)। আর ১৬২ জন নিয়েছেন সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, সিলেট পুলিশ লাইন্স হাসপাতালে করোনার প্রথম ডোজ টিকা (মডার্না ) নিয়েছেন ৪৩০ জন। এরমধ্যে ২৬৮ জন পুরুষ ও ১৬২ জন মহিলা। এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৮০ জন নিয়েছেন করোনার টিকা। তন্মধ্যে ৯৬৭ জন রয়েছেন পুরুষ ও মহিলা ৬১৩। তারা সবাই নিয়েছেন আমেরিকার তৈরি মডার্নার টিকা। একই হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন সিনোফার্মের ১৬২ জন। তন্মধ্যে পুরুষ ৭৬ জন ও মহিলা ৮৬ জন রয়েছেন।