ইউএনও বিহীন ছাতক উপজেলা প্রসাশন, দাপ্তরিক কাজে স্থবিরতা

64

ছাতক থেকে সংবাদদাতা :
দু’দিন ধরে ইউএনও বিহীন অবস্থায় চলছে ছাতক উপজেলা প্রশাসন। বদলী সংক্রান্ত কারণে ইউএনও আইনুর আক্তার পান্না মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় যোগদান করলে ছাতক উপজেলা প্রসাশন ইউএনও বিহীন হয়ে পড়ে। ফলে উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরে দেখা দেয় কাজের স্থবিরতা। গতকাল সকালে উপজেলা পরিষদ ঘুরে এ চিত্র ফুটে উঠে। উপজেলা প্রকৌশলী ছাড়া প্রশাসনের অন্য সব দপ্তর ছিল কর্মকর্তা বিহীন। নিষ্পান উপজেলা পরিষদ চত্ত্বরে অন্যান্য দিনের মত লোক সমাগমও ছিল না। তবে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল সকালে অফিস করলেও পরে তিনি চলে যান। সহকারী কমিশনার (ভূমি) মাছুম বিল্লাহ সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘোরাফেরা করতে দেখা গেলেও দুপুরে নিজ কার্যালয়ে একটি শুনানী গ্রহণ করেছেন। অনেক কর্মকর্তা কর্মচারী বদলী হওয়া ইউএনওকে বিদায় জানাতে সকাল থেকে তার বাসায় অবস্থান করছিলেন। এ সময় দাপ্তরিক কাজে আসা লোকজন কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎ না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। আইনুর আক্তার পান্না ছাতকে ইউএনও হিসেবে যোগদান করে দায়িত্বকালিন সময়ে সফল ও অনেক সুনাম কুড়িয়েছেন। তার বিদায়কে অনেকেই বেদনা হিসেবে নিয়েছেন। বিদায়ী সম্মান জানাতে এ কর্মকর্তাকে সরকারী বেসরকারীভাবে একাধিক বিদায় সংবর্ধনাও জানানো হয়েছে। আইনুর আক্তার পান্না মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান। এ দিকে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সির স্থলাভিষিক্ত হয়েছেন জৈন্তাপুর থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী। তিনি মঙ্গলবার ছাতক থানায় নতুন ওসির দায়িত্বভার গ্রহণ করেছেন। হারুন অর রশীদ চৌধুরী এর আগে ছাতক থানায় সাব-ইন্সপেক্টর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছেন। একই সাথে উপজেলা ও থানা প্রশাসনের দু’প্রধান কর্মকর্তার বদলী বিষয়টি এখানে মুখরোচক গল্পে পরিণত হয়েছে।