ধূমপান

41

সৌমেন কুমার

ধূমপায়ী বা অধূমপায়ী
থাকো হয়ে সাবধান,
ধূমপান করবে না কো ক্ষমা
ধূমপান মানে বিষপান ।

মূর্খরাই বলে ধূমপানকে
আভিজাত্যের প্রতীক,
ব্যক্তিত্ব বাড়ে না এতে
ক্ষতি সীমার অধিক ।

বুঝে শুনে দাও হে সঙ্গ
হে নব নজোয়ান,
নিয়ো না কভু গাজার টান
ছাড়ো বিড়ি মদপান ।

ক্যান্সার তোমায় দেবে হানা
জীবন করবে দাহ,
গ্যাস্ট্রিক, আলসার, ক্ষধামন্দা
শ্বাসযন্ত্রে প্রদাহ ।