গোয়াইনঘাটে ভূমি নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের অভিযানে আটক ৭

42

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে গোচারণ ভূমি নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক অভিযানে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় নিহত আতিউর রহমানের স্ত্রী মেহেরফুল নেছা ৩৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন মামলা নং-৪। মামলার প্রেক্ষিতে গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমান পৃথক অভিযান চালিয়ে সিলেটের ওমেক হাসপাতাল এলাকা থেকে উপজেলার গুরকচি দারিখাই গ্রামের আতাউর রহমান, একই গ্রামের বদর উদ্দিন, গুরকচি গ্রামের ফয়জুল করিম ও  হাবিবুর রহমানকে আটক করে। এদিকে উপজেলার গুরকচি এলাকায় অভিযান চালিয়ে সোমবার আরও তিন জনকে আটক করে ।
গোয়াইনঘাট থানার ওসি মোঃ আব্দুল হাই বিরোধপূর্ণ ভূমি নিয়ে গুরুকচি ও সিটিংবাড়ি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ও হত্যা মামলায় পৃথক অভিযানে ৭ ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য গত সোমবার সকালে উপজেলার সিটিংবাড়ি হাওরের প্রায় ৪০ বিঘা গোচারণ ভূমি নিয়ে সিটিংবাড়ি ও গুরুকচি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। এ সংঘর্ষে আহত সিটিংবাড়ি গ্রামের আতিউর রহমান সোমবার ও গুরুকচি গ্রামের মনির উদ্দিন মঙ্গলবার সিওমেক হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায়।