বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ ॥ দু:স্বপ্নের দু:শাসনের রাজত্বের অবসান অবশ্যম্ভাবী

19

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান বলেন, অনির্বাচিত, দখলবাজ আওয়ামীলীগ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বাংলাদেশ কে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। গণতন্ত্রকে তারা হত্যা করেছে, ভূলুন্ঠিত করেছে মানবাধিকার, হরণ করেছে মানুষের বাক স্বাধীনতা। সর্বশেষ তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে দস্যূরানী শেখ হাসিনা। বর্তমান শাসন আমল বাংলাদেশের মানুষ কে ৭২-৭৫ এর শেখ মুজিবের রক্ষী বাহিনী কর্তৃক গণহত্যার শাসন আমলের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, এহেন দূর-অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে জনগণ আজ নিজেদের হাতে দায়িত্ব তুলে নিয়েছে। তাই শেখ হাসিনার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। সুতরাং, দু:স্বপ্নের দু:শাসনের রাজত্বের অবসান অবশ্যম্ভাবী। গতকাল রবিবার বিকালে হরতাল চলাকালে বিএনপি, স্বেচ্ছাসেবকদল-ছাত্রদলের উদ্যোগে নগরীর মিরাবাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ শেষে একটি মিছিল মিরাবাজার থেকে শুরু হয়ে শিবগঞ্জে গিয়ে শেষ হয়। জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা লিটন কুমার দাস নান্টুর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, স্বেচ্ছাসেবকদল-ছাত্রদল নেতা রুজেল আহমদ চৌধুরী, আলতাফ হোসেন বিলাল, দিপক রায়, রায়হাদ বকস রাক্কু, তছির আলী, মনোজ দেব, বিরেন্দ্র শর্মা, এমরান উদ্দিন, মুহিবুর রহমান লিটন, মাহবুব হোসেন মিলন, সেলিম আহমদ, ফাহিম রহমান মৌসুম, ইফতেখার আহমদ সুহেল, নাহিদ চৌধুরী, টিটন দেব, শাহজাহান চৌধুরী, হোসেন মাহমুদ তালুকদার, নোমান মাহমুদ কাওসার, জুয়েল আহমদ, হিমেল আহসান, আবু আম্বিয়া, জাকারিয়া আহমদ, মিসবাউল আম্বিয়া, আব্দুল মোতাকাব্বির সাকি, ভূলন কান্তি তালুকদার, ছদরুল ইসলাম লোকমান, সাকিব আল হাসান, রাসেদ আহমদ, লিমন আহমদ, সুমন আহমদ , সৌরভ আহমদ, সামাদ আহমদ, আব্দুল কুদ্দুস, হুমায়ুন আহমদ, আজিজুল, সোলেমান আহমদ চৌধুরী, ইমরান হোসেন, ইয়াহিয়া হাসান তায়েফ, আতিকুল ইসলাম নাঈম, ইকবাল আহমদ, সোহানুর রহমান সোহান, জোবায়ের আহমদ, জাহাঙ্গির আলম, সাইফুল ইসলাম, রুহেল আহমদ, ইকবাল হোসেন, শাহজাহান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি