স্বৈরাচার সরকার গণতান্ত্রিক আন্দোলনের পথ রুদ্ধ করে চলেছে -শাবি শিবির সভাপতি

26

‘বর্তমান সরকার স্বৈরাচারী সরকার এ সরকার জনগণের স্বার্থে কোন কাজ করছেনা। স্বৈরাচার সরকার গণতান্ত্রিক আন্দোলনের পথ রুদ্ধ করে চলেছে। জন জীবন তাই আজ গভীর সংকটের মধ্যে অতিবাহিত করছে। অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ছাত্রজনতা জনগণকে সাথে নিয়ে ভোটারবিহীন জালেম সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।
দেশব্যাপী হরতাল ও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচীর সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলাম এ কথা বলেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরতলীর টুকেরবাজার এলাকায় শাখা ছাত্রশিবির সাধারণ সম্পাদক আহমেদ মানসুরের পরিচালনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে, টুকেরবাজার এলাকায় শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। বিজ্ঞপ্তি