সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে দুস্থ অসহায় বাউল শিল্পীদের আর্থিক অনুদান ও ঋণ সহায়তা প্রদান করেছে বাউল কলিম শাহ শিল্পী গোষ্ঠী। ১৩ জুন রবিবার বিকেলে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের উচারগাঁও গ্রামে বাউল কলিম শাহ শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে বাউল শিল্পীদের মধ্যে আর্থিক অনুদান ও ঋণ সহায়তা প্রদান করেন বাউল কলিম শাহ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও গীতিকার আবুল আজাদ। অনুদান প্রাপ্ত শিল্পীরা হলেন বাউল মনমালা বেগম, বাউল আব্দুল হেকিম, শামছ উদ্দিন এবং ঋণ সহায়তা প্রাপ্ত বংশীবাদক আলী আকবর প্রমুখ। এ সময় লন্ডন প্রবাসী গীতিকার আবুল আজাদ ভিডিও বক্তব্যে বলেন, করোনাকালে দীর্ঘ দুই বছর যাবত সুনামগঞ্জের বাউল শিল্পীদের আয়-রোজগার বন্ধ। কোথাও বাউল গানের আসর হয়না। শিল্পীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। করোনার শুরুতে বাউল কলিম শাহ শিল্পী গোষ্ঠী দুস্থ অসহায় বাউল শিল্পীদের পাশে ছিলো আজো পাশে আছে। এছাড়া দূরদূরান্ত থেকে আসা বাউল শিল্পীরা বাউল কলিম শাহ সংগীত একাডেমীতে অনেক বছর যাবত বাউল গান চর্চা করে যাচ্ছেন। করোনাকালে ভাটি বাংলার বাউলগান ও বাউল শিল্পীদের সহযোগিতার জন্য তিনি সমাজের বিত্তবানদের নিকট আহ্বান জানান। বাউল কলিম শাহ শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বাউল কল্যাণ সমিতির সভাপতি বাউল শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক সাংবাদিক বাউল আল হেলাল, মোল্লাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বাউল কলিম শাহ শিল্পী গোষ্ঠীর কোষাধ্যক্ষ আক্তার মিয়া, সংগঠনের সদস্য কবির হোসেন, পাবেল মিয়া ও মানিক ভান্ডারী শামছ উদ্দিনসহ আরও অনেকে। পরে গ্রামের অসহায় দুস্থ নারী পুরুষের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।