কামালবাজারে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

32

দক্ষিণ সুরমার কামালবাজারে অসহায় দরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে খেলাফত মজলিস। মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার কামালবাজার ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন বলেন, ‘রমজান মাস ইবাদতের মাস। দরিদ্রদের সেবা করাও একটি ইবাদত। এ কারণে রমজান মাসে তাদের সহায়তায় খেলাফত মজলিস এগিয়ে এসেছে। সমাজের বিত্তশালীদের দরিদ্রদের পাশে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।’
খেলাফত মজলিস কামালবাজার ইউনিয়ন শাখার সভাপতি মো. মখন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন খেলাফত মজলিস কামালবাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাজু আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নেতা আব্দুর রহমান, আজিজুর রহমান, রাজু আহমদ, আব্দুর রহিম, আব্দুল কালাম, সুহেল আহমদ, এমরান আহমদ, কামরান আহমদ, ছানু মিয়া, আতিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি