জগন্নাথপুরে প্রচন্ড গরমে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা

32
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ছড়াছড়ি।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে প্রচন্ড গরমে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত শিশু রোগী ও তাদের অভিভাবকদের জায়গার সংকুলান হচ্ছে না। যে কারণে নির্দিষ্ট সিটে জায়গা না হওয়ায় অনেকে নিচে ফ্লোরে অবস্থান করছেন।
এছাড়া ২৬ আগষ্ট রাত ১২ টার পর থেকে জগন্নাথপুরে বিদ্যুৎ ছিল না। হাসপাতালে জেনারেটর থাকা সত্বেও চালানো হয়নি। এতে রোগীদের অসহনীয় গরমে দুর্ভোগ পোহাতে হয়েছে বলে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে অনেকে জানান।
এ ব্যাপারে ২৭ আগষ্ট মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন, প্রচন্ড গরমের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়লেও ভয়ের কারণ নেই। তবে হাসপাতালে জেনারেটর থাকা সত্বেও কি কারণে চালানো হয়নি, তা খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।