স্পোর্টস ডেস্ক :
করোনাভাইরাসের কারণে অসহায়-দুস্থদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজস্ব তহবিল থেকে অসহায়-দুস্থ মানুষদের ২০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দিবে বিসিবি। যে সব এলাকা কোভিড-১৯ রোগে বেশি আক্রান্ত সে সব এলাকায় এই খাদ্য সহায়তা দেওয়া হবে। তবে কবে থেকে শুরু হবে এই কর্মসূচি সেটি এখনো নিশ্চিত করেনি বিসিবি।
খাবারের প্যাকেট সম্পর্কে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘প্রতিটি প্যাকেটে থাকবে চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিগগিরই বিতরণ শুরু হবে। যে এলাকায় সহায়তা খুব প্রয়োজন সে সব এলাকাগুলোতে আপাতত আমরা অগ্রাধিকার দিচ্ছি।’
খাদ্য সহায়তার পাশাপাশি হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একেকজন খেলোয়াড়কে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিবে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের কাছে আবেদন করেছিল। তারাও খুব কষ্টের মধ্যে আছে, বেশিরভাগ খেলোয়াড়ের আর্থিক অবস্থা ভালো নয়। বিসিবি সভাপতি তাদের সহায়তার বিষয়টা অনুমোদন দিয়েছেন।’