স্পোর্টস ডেস্ক :
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল মালয়েশিয়া। সিলেট জেলা স্টেডিয়ামে খেলার ৫১ মিনিটের সময় মালয়েশিয়ার কুমাহরণের একমাত্র গোলে স্বপ্নের ফাইলের দেখা পেল তারা।
এর আগে বিকাল ৫টায় শুরু হওয়া ম্যাচের ৭ মিনিটেই আক্রমণে উঠে সিঙ্গাপুর। ৯ মিনিটে ফের আক্রমণে উঠে তারা। তবে এবার ডিবক্সের ভেতর বল ধরতে ব্যর্থ হন সিঙ্গাপুরের খেলোয়াড়রা। ম্যাচের ১০ মিনিটে মালয়েশিয়ার ফরোয়ার্ড কুমাহরণ একাই বল নিয়ে আক্রমণে উঠেন। কিন্তু গোল করতে পারেননি তিনি। ১১ মিনিটে সিঙ্গাপুরের মোহাম্মদ মিজওয়ানের আক্রমণ প্রতিহত করেন মালয়েশিয়ান ডিফেন্ডাররা।
প্রথমার্ধের মালয়েশিয়ার ফরোয়ার্ড আদম নুর বল তুলে মারেন সিঙ্গাপুরের গোলপোস্টের উপর দিয়ে। ১৭ মিনিটে সিঙ্গাপুরের মিডফিল্ডার বিন সোহাইমির শট ঠেকিয়ে দেন মালয়েশিয়ার গোলরক্ষক মো. ফারহান। ২৩ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও পোস্টে বল রাখতে পারেননি মালয়েশিয়ার ফরোয়ার্ড সিয়াহরুল আজওয়ারী।
ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিটে মালয়েশিয়ার ডিফেন্ডার নাজিরুল নাঈম ফ্রি কিক সিঙ্গাপুরের গোলপোস্টের উপর দিয়ে মারেন। ২৬ মিনিটে মালয়েশিয়ার আজওয়ারীকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সিঙ্গাপুরের ইমরান বিন মাজলান। ফ্রি কিক পেয়ে গোলকিপারের হাতে বল তুলে দেন মালয়েশিয়ার আজওয়ারী। ম্যাচের ৩৪ মিনিটে ডি বক্সের ঠিক বাইরে বল পেয়ে মালয়েশিয়ার গোলবারের উপর দিয়ে মারেন মিজওয়ান।
গোলশূন্যভাবে শেষ হওয়া প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে উভয় দল। তবে শুরুতেই গোলের দেখা পায় মালয়েশিয়। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন মালয়েশিয়ান ফরোয়ার্ড কুমাহরণ।
তবে সিঙ্গাপুরও আক্রমণ চালাতে ভূলে যায়নি। তারা শুরু করে পাল্টা আক্রমণ। তবে গোল করতে না পারায় তাদের আক্রমণগুলো বর্থ্য হয়। দ্বিতীয়ার্ধারে ১২ মিনিটে সিঙ্গাপুরের ইমরান মালয়েশিয়ার ডি বক্সের ভেতর বল পেয়েও সহজ একটি সুযোগ নষ্ট করেন। ১৫ মিনিটে মালয়েশিয়ারর আদম নুরকে ফাউল করে হলদু কার্ড দেখেন সিঙ্গাপুরের আরাবিন। ২৩ মিনিটে অসদাচরণের জন্য হলুদ কার্ড দেখেন মালয়েশিয়ার মো. ফাইজাত।
দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটে উপর্যুপরি আক্রমণে উঠে সিঙ্গাপুর। মালয়েশিয়ার ডি বক্সের ঠিক বাইরে থেকে নেয়া মো. ইয়াজিদের নেয়া ফ্রি কিক মালয়েশিয়ার পোস্টে লেগে বাইরে চলে যায়। কর্ণার কিক থেকে বল পেয়ে দুর্দান্ত এক হেড করেছিলেন সিঙ্গাপুরের ইশাক। কিন্তু এবারও বল সিঙ্গাপুরের পোস্টে লেগে বাইরে চলে যায়। ম্যাচের শেষ দিকে আরো কয়েকবার আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোল হয়নি।
পুরো ৯০ মিনিটের খেলায় ১-০ গোল নিয়েই খেলায় শেষ বাসি বাজান ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন ইরানি মওদ আব্বাস আলী।