জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের ব্যবসায়ী আব্দুল খালিক ও ৫নং ফতেপুর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি রুবেল আহমদের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি এবং অরুন সহ তাদেরকে নিয়ে শীর্ষ চাঁদাবাজ পলিথিন আলীর আন্ডার গ্রাউন্ড পত্রিকা বাংলাদেশ মিডিয়ায় সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ এবং শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জৈন্তাপুর এলাকার সচেতন নেতৃবৃন্দের উদ্যোগে হরিপুর বাজারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
হরিপুর বাজার সমিতির সভাপতি নাঈম উল্লার সভাপতিত্বে ৫নং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, আন্ডার গ্রাউন্ড পত্রিকা বাংলাদেশ মিডিয়ার সম্পাদক মো.আলী হোসেন সরকার একজন শীর্ষ চাঁদাবাজ ও চোরাকারবারি। তাকে নিয়ে সিলেটের বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে। প্রাথমিকের গন্ডি না পেরোলেও পলিথিন আলী টাকার বিনিময়ে আন্ডারগ্রাউন্ড পত্রিকার সম্পাদক। গত ১০ ডিসেম্বর মঙ্গলবার রাতে মো. আলী হোসেনে জৈন্তাপুর এলাকার ব্যবসায়ী আব্দুল খালিক ও জৈন্তাপুর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি রুবেলের কাছে ৩লাখ টাকা চাঁদা দাবি করে এবং অরুনসহ তাদেরকে নিয়ে পলিথিন আলীর আন্ডারগ্রাউন্ড পত্রিকা বাংলাদেশ মিডিয়ায় সংবাদ প্রকাশ করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি এই সিলেটের আলোচিত শীর্ষ চাঁদাবাজ চোরাকারবারি পলিথিন আলীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলা উদ্দিন, জাকারিয়া মাহমুদ, হেলাল উদ্দিন, রশিদ আহমদ, নাজিম উদ্দিন, ময়না মিয়া, আব্দুল মুতলিব, আজিজুর রহমান, মোঃ কলিম উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি