সুস্থ হয়ে উঠছেন করোনায় আক্রান্ত হাউজিং এস্টেটের সেই চিকিৎসক

51

স্টাফ রিপোর্টার :
নগরীর হাউজিং এস্টেটের করোনাভাইরাসে আক্রান্ত রোগী সেই চিকিৎসক সুস্থ হয়ে ওঠছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তির জ্বর অনেকটাই কমে গেছে। সর্দি ও কাশি কিছুটা আছে। তাকে জ্বর, সর্দি ও কাশির ওষুধ দেওয়া হচ্ছে। ডা. আনিসুর রহমান বলেন, উনি (আক্রান্ত ব্যক্তি) সচেতন আছেন। তাকে বাসাতেই রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালোর দিকে। ইন শা আল্লাহ, উনি সুস্থ হয়ে যাবেন। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের যথাযথ চিকিৎসা এখনও উদ্ভাবন হয়নি। করোনাক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি থাকে। তিনি জানান, আক্রান্ত ব্যক্তির পরিবারের অন্য সদস্যদেরকেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ, সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী ধরা পড়ে গত রবিবার। নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার বাসা ছাড়াও পুরো হাউজিং এস্টেট লকডাউন করে রাখা হয়েছে।