স্টাফ রিপোর্টার :
নগরীর পুরানলেনস্থ ডায়বেটিক হাসপাতালে অপারেশন টেবিলে লিজা বেগম (২০) নামক এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। হাসপাতাল ভাংচুরকারীদের হামলায় আহত হয়েছেন ডায়বেটিক হাসপাতালের কর্তব্যরত ডাক্তার শিহাব আহমদ রাফি। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ সময় কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামানের কাছে আহত চিকিৎসক শিহাব আহমদ রাফি জানান- বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দক্ষিণ সুরমার বদিকোনার বাসিন্দা আফজাল তার বোন লিজার ব্রেস্ট টিউমার অপারেশনের জন্য ডায়বেটিক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের ৫ম তলার ৫১৭ নং রুমে তাদেরকে ভর্তি করা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে লিজাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
সেখানে ডা. গোপী কেশ এনেস্থেশিয়া দেয়ার পর লিজা ছটফট করতে থাকেন। লিজার অবস্থা খারাপের দিকে যাওয়ায় অপারেশন করার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। লিজার অপারেশন করার কথা ছিল প্রফেসর মীর মাহবুবুল আলমের।
বিকাল ৫টার দিকে লিজাকে ডায়বেটিক হাসপাতাল থেকে নগরীর পাঠানটুলাস্থ রাগীব-রাবেয়া হাসপাতালের প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক লিজাকে মৃত ঘোষণা করেন।
এ খবর পেয়ে লিজার আত্মীয়স্বজনরা রাত ৮টার দিকে সংঘবদ্ধ হয়ে ডায়বেটিক হাসপাতালে গিয়ে ভাংচুর করেন। তারা হাসপাতালের ১ম ও ৩য় তলা ভায়চুর করেন।
এ ব্যাপারে লিজার ভাই আফজাল বলেন, ‘অপারেশন থিয়েটারেই আমার বোনকে ডাক্তাররা মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।’