একজন সুস্থ মা একটি সুস্থ জাতি উপহার দিতে পারে – হাফিজুর রহমান

29

দিরাই থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেছেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নির্বাচিত হওয়ার পর থেকে এ দুটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। আমি যত দিন এ উপজেলার চেয়ারম্যান থাকবো ততদিন মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা দেবো। আমি বিশ্বাস করি একজন সুস্থ মা একটি সুস্থ জাতি উপহার দিতে পারে। আপনারা জানেন দিরাই উপজেলায় ৭৩ জন মা কমিউনিটি ক্লিনিকে নবজাতকের জন্ম দিয়েছেন। যেটা বাংলাদেশের আর কোথাও সম্ভব হয়নি। যে ক্লিনিকগুলোতে মমের আলোতে এ ডেলীভারীগুলো হয়েছে, সেখানে আজ বিদ্যুতের আলো জ্বলবে এটা একটি ভালো কাজ। আমরা গত উপজেলা সমন্বয় সভায় সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের যে যে, কমিউনিটি ক্লিনিকে সৌরবিদ্যুৎ দেবো। আজকে সরমঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সে কাজ শুরু করেছেন। ক্রমান্বয়ে আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল কমিউনিটি ক্লিনিকে সৌর বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করবো। সোমবার দুপুর ১২ টায় দিরাই সরমঙ্গল ইউনিয়নের পরিষদের উদ্যোগে, ইউপিজিপি প্রকল্পের অর্থায়নে ইউনিয়নের ৪টি কমিউনিটি ক্লিনিকে সৌরবিদ্যুৎ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরীর সভাপতিত্বে এবং ইউপি সচিব শ্যামলা রানী চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবেন্দু চৌধুরী, গোলাম মোস্তফা সর্দার রুমি, জিয়াউর রহমান প্রমুখ।