তা।রে।ক।লি।ম।ন
মায়ের মুখে প্রায়-ই শুনতাম, পুকুরপারে ভূত থাকে
রোজনিশিতে গ্যাং গ্যাং করে ভূত ডাকে
পুকুরপাড়ে বটের গাছে ভূতেরবাড়ি
ভূত নাকি খায়, মানুষের নাড়ি -ভুড়ি
মানুষের রক্ত দিয়ে, ভূতেরা গোসল করে
বাচ্চাদের পেলে নাকি, ঘাঢ় মটকে ধরে
ভয়ে আমার শরীর কাঁপতো থর-থরে
দেখতে বুঝি খুব কালো হয় ভুতুড়ে,
ওরে বাবা…
মা বলেছেন ভূতের নাকি ইয়া বড় দাঁত
ভয়ে আমার কাপছে বুক
জেগে থেকে খাবার খুঁজে ভূত সরা রাত
মানুষ পেলে ভূতে নাকি খামছে ধরে
ভূত নাকি খুব মজার মজার রান্না করে,
মা বলেছেন…
আমার জন্য বউ বানাবেন ভূতের মেয়ে
সেই ভুতের মেয়ে
পেতœী নাকি উড়াল দেবে আমায় নিয়ে
ওরে বাবা…
মা আমার বলছেন এসব -কি যা-তা
আমিতো ভয়ে মরি
ভয়ে আমার ঘুরছে মাথা,
মুখ ফিরিয়ে মা তখন মুছকি হাসেন
আমার দিকে তাকিয়ে মা একটু কাশেন
ততক্ষণে আমার আর বুঝতে বাকি নয়
মা যে আমায় মিছে মিছে দিচ্ছেন ভূতের ভয়
আমিও তখন বীর সাহসী হই
ভুতের মেয়ে করবো বিয়ে অপেক্ষাতে রই……।।