জাতিকে রক্ষা করতে ছাত্রদলকে রাজপথে নেমে আসতে হবে — বদরুজ্জামান সেলিম

50

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারের এক সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র দেলোয়ার হোসেন আপন এর সভাপতিত্বে ও আরিফ চৌধুরী রাজ ও তানিন মাসুদ শিমুলের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম। প্রধান অতিথির বক্তব্যে সেলিম বলেন, অপশাসন থেকে জাতিকে রক্ষা করতে ঐক্যবদ্ধ ভাবে ছাত্রদলকে রাজপথে নেমে আসতে হবে, অথিতে মতো স্বৈরাচারী অপশাসকদের স্বমূলে উৎপাটন করতে হবে। ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত পুণ্যভূমি থেকে জনবিছিন্ন বন্দুকের মাধ্যমে ক্ষমতায় ঠিকে থাকতে পারে না। এ সময় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম রুদ্র। সভায় স্বাগত বক্তব্য রাখেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ফয়জুল করিম ফয়জুল।
এ সময় আরো বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রদল নেতা আদনান হোসেন শিমুল, আলেক হোসাইন, মামুন হোসাইন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল নেতা বাবলা দেব বিমল, কাউসার হোসেন, সাইফুর রহমান, জিয়াউল হক লিটন, শাকিল আহমেদ। এতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন, অলিউর রহমান ফারহান, আমিনুল করিম, আজহার চৌধুরী, রনি আহমদ, সুমন আহমদ, মামুন আহমেদ, জাহাঙ্গির আহমদ, সুমন খান, পারভেজ আহমদ, জায়েদ মিয়া, রামিম বিল্লাহ, রিপন আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদল নেতা রুবেল আহমদ, বেলাল আহমদ খান, আব্দুর রহমান তামিম, জাকির আহমদ, সুভ আহমদ,  জায়েদ আহমদ খান, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা মাসুদুর রেহমান মাসুম, মতিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি