দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিব হোসেন বলেছেন, অর্থের মাপ কাঠিতে নয়, মানুষকে তাঁর কর্মের মাধ্যমেই মূল্যায়ন করতে হয়। আর যারা নিজেদের অতীতকে অকপটে স্বীকার করতে দ্বিধা করেন না, তারা সত্যিকার অর্থেই সাদা মনের মানুষ। তাদেরকে অবশ্যই আমরা সম্মান ও শ্রদ্ধা জানাতে কার্পণ্য করবো না। সে হিসেবে আমাদের প্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার নিজের সুখ-দুঃখের সমন্বয়ে অতিবাহিত হওয়া অতীতের কথা পুস্তক আকারে প্রকাশ করে অনেক বড় মনের পরিচয় দিয়েছেন, যা আজকের দিনে অনেকের নিকট থেকেই আশা করা যায় না। সেদিক থেকে আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার অবশ্যই আমাদের কাছে বরেণ্য। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
গতকাল বৃহস্পতিবার সকালে বরইকান্দি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সদর দক্ষিণ তথা সিলেটের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত, জীবন সংগ্রামে বিজয়ী আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তারের জীবনের আলোকে সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর রচিত ‘সংগ্রামী জীবনের আত্মকথন-মোঃ আব্দুস ছত্তার’ গ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তারের দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী মাছুম আহমদের সভাপতিত্বে এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক পরিচালক, নন্দিত নাট্যকার চম্পক সরকারের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফারুক আহমদ। লেখকের অনুভূতি প্রকাশ করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ স্পোর্টিং ক্লাব, লাউয়াই-এর সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া খান, ইউপি সদস্য আশিকুর রহমান, আহমদ হোসেন, আতাউর রহমান, জুলেখা বেগম, জাবেদ আহমদ, বাহার উদ্দিন আহমদ, সোলেমান মিয়া, অপর্ণা ঘোষ, মাহমুদা ইসলাম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী মোঃ শায়েস্তা মিয়া ও নিজাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রণলাল দাশ সুরেশ, সংবাদকর্মী খলিলুর রহমান, শরীফ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি