বেসরকারী এনজিও সংস্থা লাইট হাউজের উদ্যোগে এইডস বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সোমবার দুপুর ১২টায় নগরীর বাগবাড়ীর কার্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিভিল সার্জন ডাঃ মোঃ আজহারুল ইসলাম। এনজিও সংস্থা লাইট হাউজের সুপার ভাইজার রিয়াজুল ইসলামের পরিচালনায় তিনি বলেন, এইচআইভি এইডস প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। সিলেট বর্ডারের প্রায় কাছাকাছি হওয়ায় এইডসে আক্রান্ত হওয়ার বেশী আশঙ্কা রয়েছে অন্যদিকে সিলেট প্রবাসী অধ্যুষিত হওয়ায়ও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিমান বন্দরে এইচআইভি টেষ্ট করা প্রয়োজন। তিনি আরো বলেন, বর্তমানে আমরা এইচআইভি ভাইরাসে চরম ভাবে আক্রান্ত না হলেও ভবিষ্যৎ সুরক্ষায় এইডস সন্ত্রাসের মোকাবেলা করা এখনই প্রয়োজন। বর্তমানে নিয়ন্ত্রণে নেয়া না হলে ভবিষ্যতে তা মহামারি ধারণ করবে। এইডস নিয়ন্ত্রণ করতে হলে জনসাধারণের মধ্যে জনসচেতনতা গড়ে তুলতে হবে। আশা করি হোয়াইট হাউজের এ কাজ সমাজের বিভিন্ন স্তরে আলো ছড়াবে। সেমিনারে এইডস সম্পর্কে নানা বিষয়ে সাধারণ মানুষদের সাথে আলোচনা হয় এবং এর বিভিন্ন দিক তুলে ধরেন ডা: মোঃ আজহারুল ইসলাম।
সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সফির উদ্দিন। আলোচনা সভায় এনজিও সংস্থা লাইট হাউজের ডিআইসি ম্যানেজার টিপু কর, এডভোকেট স্বপন কুমার, মোঃ নাজমুল হাসান, এসএম মশিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি