এনজিও ফাউন্ডেশন এর অবদান প্রেক্ষিতে সিলেট অঞ্চল জেছিস, আরডব্লিউডিও, রাইজ ফাউন্ডেশন, এসডিএস এর মতবিনিময় সভা

72

IMG_0644(1) copyউন্নয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অবদান প্রেক্ষিতে সিলেট অঞ্চল জেছিস, আরডব্লিউডিও, রাইজ ফাউন্ডেশন এবং এসডিএস আয়োজিত মতবিনিময় সভা গতকাল সোমবার নগরীর টিলাগড়স্থ জেছিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেছিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম এর সভাপতিত্বে ও এডাব সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলী বক্তব্যে তিনি বলেন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এনজিও সংস্থাগুলোর গুরুত্ব অপরিসীম। আমরা মনে করি সিলেট ধনী এলাকা তা বাস্তবে দেখা যায় সেখানেও গরীব, অসহায় লোকজন আছে। বাংলাদেশের অর্থনীতি অবস্থা দিন দিন এগিয়ে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিশ্র“তি ছিল বাংলার মানুষের মুখে হাসি ফুটাতে তারই ধারাবাহিকতা ধরে রাখলেন জাতির জনরে কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশ এখন দিন দিন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। তারই পাশাপাশি যে সমস্ত এনজিওগুলো দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন মনে রাখতে হবে সিলেট উন্নয়নশীল হলে বুঝতে হবে সারাদেশ বাংলাদেশ উন্নয়ন সম্ভব। জেছিস, আরডব্লিউডিও, রাইজ ফাউন্ডেশন এবং এসডিএস আয়োজিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডাবের সভাপতি কে এম এ কে আজাদ, জৈন্তা চারিকাটা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, এডাব বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতার, মুক্তিযোদ্ধা শওকত আলী, সাংবাদিক খালেদ আহমদ, অপূর্ব পাল, আবু নাছির বেপারী, সাবিনা ইয়াছমিন রেখা, আব্দুূল হামিদ, সমিতা বেগম মীরা, রোকসানা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি