গুণীজনদের সম্মান করলে সমাজ উপকৃত হয় ———আবু জাহিদ

58

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, গুণীজনদের সম্মান করলে সমাজে গুণীজনের সৃষ্টি হয়। মানুষ সামাজিক জীব। যেখানে মানুষ কর্মের সুবাদে বসবাস করে স্বাভাবিক কারণেই সেখানকার লোকজনের সাথে তার  আত্মার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। তাই মানুষকে তার কর্মের মাধ্যমে মূল্যায়ন করতে হবে।
তিনি গত রবিবার দক্ষিণ সুরমা উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারী ফিল্ড এসিসটেন্ট মো: সেলিম ভূঁইয়ার অন্যত্র বদলী উপলক্ষে জালালপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিশিষ্ট মুরব্বী আতাউল গণি বাবুলের সভাপতিত্বে এবং যুবনেতা ছানাউল ছানা ও সুন্দর আলীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম ও জালালপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন। ক্বারী নাসিমুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ ইদ্রিস আলী তুরন মিয়া, শহিদুর রহমান শাহীন, তপন চন্দ্র পাল, বদরুল ইসলাম জয়দু, জিয়াউর রহমান সাজু, নেছারুল হক চৌধুরী বোস্তান, মো: বাবুল মিয়া, সাইফুল আলম মানিক, ইসহাক মিয়া মাষ্টার, সজ্জাদুর রহমান মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, শাহ আব্দুল মুমিন মেম্বার, বশির মিয়া মেম্বার, আব্দুল বাছিত বাচ্চু, খলিলুর রহমান, মলিক মিয়া, সাংবাদিক খালেদ আহমদ, রায়হানুল হক, বাবুল আক্তার, আমির আলী, জাকারিয়াউল হক, কায়েদ আহমদ, জিয়াউল হক, তানভীর আহমদ, বাহার আহমদ কুটন, মুক্তার আহমদ, জাহাঙ্গীর হোসেন, শাহাব উদ্দিন, কৃতেষ পাল, বেলাল আহমদ প্রমুখ। উল্লেখ্য, কর্মজীবনের দীর্ঘ ২৮ বছর পর জালালপুর থেকে নিজ এলাকা কুমিল্লায় বদলী হয়েছেন সেলিম ভূঁইয়া। বিজ্ঞপ্তি