কাজিরবাজার ডেস্ক :
সৌদি আরব কর্তৃপক্ষ বলছে, গত চার দিনে ৯ লাখ ৯৪ হাজার ব্যক্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয় বলে সৌদি গণমাধ্যম ওকাজের বরাত দিয়ে বুধবার এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
খবরে বলা হয়, বসবাসের নিয়ম লঙ্ঘন, শ্রমিক আইন লঙ্ঘন এবং অবৈধ অনুপ্রবেশের কারণে ১৪ হাজার ৪৬৭ জনকে আটক করেছে সৌদি নিরাপত্তা সংস্থা এবং সীমান্ত রক্ষী বাহিনী।
আটককৃতদের মধ্যে ৫৮ শতাংশ ইয়েমেন, ৩৯ শতাংশ ইথিওপিয়া এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
খবরে আরো বলা হয়, সৌদি থেকে পালিয়ে যাওয়ার সময় ৬৪০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।