শুধু তোমাকে

31

নেছার আহমদ নেছার

বিষণœতায় সীমাহীন নীরবতা অন্ধকার
নিশ্চুপ প্রচ্ছায়া আমাকে ঘিরে ধরে,
নীরবতা ভেদ করে বাহিরে আসতে পারি না,-
নদীর স্রোত, পাখির কলরব-ব্যস্ত মানুষের কোলাহল
আমাকে অনুরিত করে না।

গ্রাম্য নিভৃতে পরিবেশ আমার তারুণ্যের
অনুভব একাগ্রতায় বড় ব্যাকুল আকুলতা
বিস্তৃত হাওরের এক পাশে দিগন্ত
ছড়ানো চির সবুজের মাঠে
তুল তুলে নরম ঘাসে বসে
বসন্ত বিকালে অনুভব
আমার ভালোবাসার এক ভুবন আবেদন
মন ছুঁয়ে যায়-।

পৃথিবী কেন এতো মোহময় কেন এতো
সুন্দর কেন এতো স্বপ্নময়
নিবিড় করে ভালোবেসে শুধু তোমাকে।