স্টাফ রিপোর্টার :
নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজার রাস্তার ট্রাক চলাচল বন্ধ করার জন্য প্রবেশমুখে গেইট স্থাপন করেছিল সিলেট সিটি কর্পোরেশন। সপ্তাহখানেক আগে এই রাস্তায় ডিভাইডারের কাজ শুরুর সময় এই গেইটটি স্থাপন করা হয়। কিন্তু, গেইটটি স্থাপনের মাত্র এক সপ্তাহের মধ্যেই সেটি ভেঙে পড়েছে। কিভাবে সেটি ভেঙেছে সেটি জানাতে পারেননি সংশ্লিষ্টরা। তবে স্থানীয়দের ধারণা, গত রবিবার রাতে বেপরোয়া গতীর কোন ট্রাকের ধাক্কায়ই গেইটটি ভেঙে গেছে।
এ ব্যপারে সিলেট সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস বলেন, কিভাবে গেইটটি ভেঙেছে সেটি জানতে পারেননি। তবে সেটি মেরামতের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।