সাহেব মাহমুদ :
এখন সময় কাটছে যেমন
বয়স চাদর দিয়ে গায়ে,
সুখ বিছানায় দুখ হাহাকার
কাঁপছে বাতাস পায়ে-পায়ে।
তরুণ গাছের অরুণ বরণ
দেখছে করুণ পাতাঝরা,
আশার কুসুম নীল হয়ে যায়
বইছে মরুর দারুণ খরা।
হলুদ পাখির পেলব পাখায়
নীরব শাসন ইশারাতে,
দুই হাত ভরে দুঃখ কুড়ায়
আটক খাঁচায় পূর্ণিমাতে।
সবুজ দিনের অবুঝ হৃদয়
হেঁটে চলে চুপিসারে,
প্রেম আঁচলের স্মৃতির কোণায়
যায় যেতে চায় বারেবারে।