মৃত্যুর কথা

25

সৌমেন কুমার

মৃত্যুর কথা পড়লে মনে
শান্তি রয় না মানস পটে,
দুরু দুরু হৃদয় কাঁপে
সেদিন বুঝি সন্নিকটে।
মায়ার জালে আটকে পড়ে
কান্না আসে ক্ষণে ক্ষণে,
কি করলাম আর কিইবা দেখলাম
সুন্দর সুরভি ভুবনে।
প্রশান্ত মুখে ম্লান ছায়া
ভুল করেছি করে ইচ্ছা,
আমায় বিধি করো ক্ষমা
দিয়ো নাকো সাজা আচ্ছা।
কেঁদে কেঁদে বলি বারে
মিথ্যা গর্ব করিস নেরে,
মৃত্যুর কথা পড়লে মনে
মনে থাকে না শান্তি ওরে।