বালাগঞ্জ থেকে সংবাদদাতা :
যুক্তরাজ্য পার্লামেন্টের আসন্ন নির্বাচনে কনজারভেটিভ পার্টির মনোনিত এমপি প্রার্থী বৃটিশ বাঙালি মিনা রহমান বলেছেন, বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত ৬ মিলিয়ন বাঙালির সুখ-দু:খের কথা চিন্তা করে আমি রাজনীতিতে এসেছি। আমি মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই পার্লামেন্টে বাঙালিদের পক্ষে কথা বলার জন্য প্রার্থী হয়েছি। সিলেট থেকে বৃটিশ ভিসা সেন্টার দিল্লিতে অস্থায়ী ভাবে স্থানান্তর করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন কার্যক্রম গতিশীল করার জন্য এটি স্থানান্তর করা হয়েছে এতে সুফল না আসলে তা ফিরিয়ে আনার বিষয়ে বৃটিশ সরকার আন্তরিক রয়েছে। মত বিনিময় সভায় উপস্থিত সকলের উদ্যেশে তিনি বলেন, যুক্তরাজ্যে বসবাসরত আপনাদের স্বজনদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন রয়েছে তাই আপনারা এতে সহায়ক ভূমিকা পালন করলে আমি চির কৃতার্থ থাকব। গতকাল সোমবার বালাগঞ্জ বাজারে একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী স্বজন পরিষদের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে ও সাংবাদিক শাহাব উদ্দিন শাহীনের পারচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বালাগঞ্জ সদর ইউপি’র চেয়ারম্যান এম এ মতিন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা গিয়াসুর রহমান, বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাফিজ রেনু, আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান ইয়াওর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহীন মনসুর, যুগান্তরের বালাগঞ্জ প্রতিনিধি সাংবাদিক শামীম আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল হক লকুছ, আওয়ামীলীগ নেতা আইয়ব আলী, নাসির উদ্দিন আহমদ, ব্যবসায়ী আব্দুস ছত্তার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমীর আলী, জয়দ্বীপ দাস মেম্বার, সমাজ সেবক জুনেদ আহমদ, যুবলীগ নেতা জাহানুর রহমান জাহান, ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ, সাংবাদিক আব্দুস শহীদ, মো. কাজল মিয়া, সমাজ সেবক মিজানুর রহমান লেচু, টিপু সুলতান, সঙ্গীত শিল্পী সুজিবুর রহমান, যুবলীগ নেতা মোসাদ্দেক হোসেন রিপন, ছাত্রলীগ নেতা শাহজান মিয়া, একে টুটুল, রুবেল আহমদ, আবুল কালাম, তারেক আহমদ প্রমুখ।