জামায়াত-শিবিরের গোপন বৈঠক থেকে আটক ৮ নেতাকর্মী কারাগারে

44

স্টাফ রিপোর্টার :
নগরীর জিন্দাবাজারে জামায়াত নিয়ন্ত্রিত আল-হামরা মার্কেটের হামাদান রেস্টুরেন্টে গোপন বৈঠককালে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আটক ৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে। গতকাল রবিবার পুলিশ আটককৃতদের আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আটককৃতরা হচ্ছে- খাদিমপাড়া বহর আবাসিক এলাকার মুসলেম উদ্দিনের পুত্র মোঃ ফারুক (৩০), গোলাপগঞ্জ থানার লালনগর গ্রামের কুতুব আলীর পুত্র সেলিম উদ্দিন (২৭), ঝিনাইদাহ সদর থানার সিতারামপুর গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের পুত্র বর্তমানে নগরীর বাসিন্দা মোঃ উজ্জল (২৮), দক্ষিণ সুরমা থানার আহমদপুর গ্রামের শমশের আলীর পুত্র মোঃ আলা উদ্দিন (২৭),  বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার কারখালি গ্রামের মৃত ইরফান উদ্দিনের পুত্র বর্তমানে নগরীর সাগরদীঘিরপারের ৯২/২ নং বাসার বাসিন্দা আবু বক্কর ছিদ্দিক (৪৩), কানাইঘাট থানার ব্রাহ্মণগ্রামের মাওলানা মামুনুর রশিদের পুত্র মোহাম্মদ বিন মামুন বুলবুল (২৪), একই থানার সোহল গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র বর্তমানে নগরীর জল্লারপারের ৩৩ নং বাসার বাসিন্দা মোহাম্মদ আলী মনসুর (৩১) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বড়ইউড়ি গ্রামের মোঃ আব্দুল হামিদের পুত্র বর্তমানে নগরীর সুবিদবাজারের কাজি অফিসের সহকারী মোহাম্মদ আসিকুল ইসলাম (২০)।
পুলিশ ও আল হামলা শপিং সিটি সূত্র জানায়, দর্জি কল্যাণ ফেডারেশনের ব্যানারে গত শনিবার সন্ধ্যা ৭টা থেকে আল-হামরা শপিং সেন্টারস্থ হামাদান রেস্টুরেন্টে জামায়াত-শিবির নেতাকর্মীরা গোপন বৈঠক শুরু করে। ওই বৈঠকে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের আমির এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়াও সিলেট জেলা ও মহানগর জামায়াত-শিবিরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। গোপন বৈঠকের খবর পেয়ে রাত ৯টায় কতোয়ালী মডেল থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ আল-হামরা শপিং সেন্টারে অবস্থান নেয়। পরে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-শিবিরে ১৫ জন কর্মীকে আটক করে। কিন্তু জামায়াত-শিবিরের শীর্ষ নেতারা কৌশলে পালিয়ে যান। পরে আটককৃতদের মধ্যে যাচা-বাচাই করে ৮ জামায়াত-শিবির নেতাকর্মী সনাক্ত করে পুলিশ। অপর আটককৃত ৭ জন জামায়াত-শিবিরের সাথে সংশ্লিষ্ট না থাকায় তাদেরকে ছেড়ে দেয় পুলিশ। এ ব্যাপারে কোতোয়ালী থানায় আটককৃতদের বিরুদ্ধে একটি জিডি এন্ট্রি করেন। যার নং- ১১৪৮ (২০-১২-১৪)। গতকাল পুলিশ আটককৃত ৮ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।